ন্যূনতম মজুরির দাবিতে সিটুর রাজ্য ব্যাপী আন্দোলন

বরাক তরঙ্গ, ৪ মার্চ : অসম বিধানসভার সামনে সিটুর ডাকে আজ সারা রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কয়েক হাজার শ্রমিক কর্মচারী ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে ধর্না ও বিক্ষোভ প্রদর্শণ করেন। একই সঙ্গে অসমের সমস্ত জেলার শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শণ করা হয়। শিলচরেও কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ইটখলায় শ্রম দপ্তরের সামনে সমবেত হয়ে ন্যূনতম মজুরির দাবিতে সরব হন। বক্তারা বলেন, বর্তমান অগ্নিমূল্যের বাজারে জনগণের ভোটে নির্বাচিত বিজেপি সরকার মজুরি বৃদ্ধির ব্যাপারে নির্বিকার। এব্যাপারে সরকার অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করলে সারা রাজ্যে আন্দোলন তীব্র আকার নেবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। সভায় নেতৃৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিধান দত্ত, সুরজিৎ ঘোষ, দীপ্তি সিনহা, ত্রিদিব পাল, বিমল দাস, শীলা মণ্ডল, সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য।

উল্লেখ্য, ৩ মার্চ সিটু অন্তর্ভুক্ত                        এবিসিএমএস গুয়াহাটি দিশপুরে চা শ্রমিকদের বিভিন্ন দাবি সহ ডলু বাগানে এয়ারপোর্ট নির্মাণের সিদ্ধান্ত বাতিল করার দাবিতে সারা রাজ্যের চা শ্রমিকরা ধরনা প্রদর্শণ করেন।কাছাড় জেলা থেকে ৩৮ জন চা শ্রমিক অংশ গ্রহণ করেন।

ন্যূনতম মজুরির দাবিতে সিটুর রাজ্য ব্যাপী আন্দোলন

Author

Spread the News