হাইলাকান্দিতে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রীর পর্যালোচনা সভা

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ মে : কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী ড. রাজ ভূষন চৌধুরী  বলেছেন হাইলাকান্দি জেলা উচ্চাকাঙ্খী জেলা হিসেবে নির্ধারিত সব লক্ষ্যমাত্রা সন্তোষজনক ভাবে অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি সোমবার হাইলাকান্দিতে উচ্চাকাঙ্খী জেলার উন্নয়নের সূচকগুলি জেলা অর্জন করতে পেরেছে কিনা তা খতিয়ে দেখতে আয়োজিত এক পর্যালোচনা সভায় একথা বলেন। স্বাস্থ্য বিভাগ থেকে সভায় তথ্য দিয়ে জানানো হয় যে জেলার হাসপাতাল গুলিতে বিভাগীয় তৎপরতার ফলে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়ানোর ফলে মাতৃ মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। জেলায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোন রোগী নেই। পিএইচই বিভাগ থেকে জানানো হয় যে জেলায় ৫৪৫টি স্কিমের মাধ্যমে আশি শতাংশ জনসাধারণের ঘরে জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বাকিদের ঘরে শীঘ্রই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জোরদার প্রয়াস বিভাগ থেকে জারি রয়েছে।

হাইলাকান্দিতে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রীর পর্যালোচনা সভা

জল সেচ বিভাগের কাজ পর্যালোচনার সময় মন্ত্রী চৌধুরী জেলার জমিতে ধান ছাড়াও অন্যান্য সবজি, দানাশস্য ইত্যাদি উৎপাদনের জন্য একটি মেগা জলসেচ প্রকল্পের প্রস্তাব প্রেরণের জন্য প্রশাসনকে বলেন, যাতে করে  প্রস্তাবিতএই প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার জনগনের মাথাপিছু আয় বাড়ানো সম্ভব হয়। শিক্ষা বিভাগ থেকে জানানো হয় যে জেলায় ইতিমধ্যে চলতি শিক্ষা বর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্কুল ছুট ছাত্রছাত্রীদের পুনরায় ফিরিয়ে আনতে জেলার ছয়টি হাইস্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করার প্রস্তাব প্রশাসন থেকে প্রেরণ করা হয়েছে। বাগান এলাকায় স্কুল ছুট এড়াতে দুইটি মডেল হাইস্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করা হয়েছে বলেও জানানো হয় সভায়।

হাইলাকান্দিতে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রীর পর্যালোচনা সভা

বাগান এলাকার ১৫০টি বিদ্যালয়ে প্রধানমন্ত্রী পোষনের দুপুরের আহারে সপ্তাহে দুইদিন করে ডিম দেওয়া হচ্ছে বলেও সভায় প্রকাশ করা হয়। হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রস্তাব জেলা  কমিশনার নিসর্গ হিভারে উত্থাপন করলে এ সংক্রান্ত প্রস্তাব প্রেরণের জন্য মন্ত্রী প্রশাসনকে বলেন, জেলা পরিষদ থেকে জানানো হয় যে জেলায় এখন পর্যন্ত ১ লক্ষ ৫২ হাজার ৭৮১টি সক্রিয় জব কার্ড রয়েছে এবং এখন পর্যন্ত জেলায় ৪৫ হাজার ৭৪৭টি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। এপিডিসিএল থেকে জানানো হয় যে এখন পর্যন্ত জেলায় ৭০টি প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ বিভাগ থেকে জানানো হয় যে জেলায় পারিবারিক হিংসার শিকার ৫৬ জনকে ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে পুনর্বাসন দেওয়া সম্ভব হয়েছে। সভায় কৃষি বিভাগ থেকে জানানো হয় যে জেলায় প্রধানমন্ত্রী কিষান যোজনায় প্রায় ৭৩ হাজার কৃষক এখন পর্যন্ত উপকৃত হয়েছেন।

হাইলাকান্দিতে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রীর পর্যালোচনা সভা

এছাড়া ২৬১৩ জন কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় উপকৃত হয়েছেন যা লক্ষ্যমাত্রার  ৮৫ শতাংশ। সভায় সাংসদ কৃপা নাথ মাল্লাহ সহ শীর্ষ আধিকারিকরা অংশ নেন।

Author

Spread the News