স্মার্ট মিটার প্ৰত্যাহারের দাবিতে উদারবন্দের পানগ্রামে সভা 

স্মার্ট মিটার প্ৰত্যাহারের দাবিতে উদারবন্দের পানগ্রামে সভা 

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : স্মাৰ্ট মিটার প্ৰত্যাহারের দাবিতে উদারবন্দের পানগ্রামে বিদ্যুৎ গ্রাহকদের একটি সভা অনুষ্ঠিত হয়। শনিবার অল অসম ইলেকট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন প্রবীণ সদস্য নির্মলকুমার দাস, দীপঙ্কর চন্দ, সংগঠনের সদস্য নেহারুল আহমেদ মজুমদার, খাদেজা বেগম লস্কর এবং অসম রাজ্য কমিটির আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য সভায় উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত গ্ৰাহকরা সমবেত হয়ে আওয়াজ তোলেন জনগণের লুণ্ঠনের যন্ত্ৰ স্মাৰ্ট মিটার প্ৰত্যাহার করতে হবে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণের ষড়যন্ত্ৰ প্ৰিপেড স্মাৰ্ট মিটার বাতিল করতে হবে, স্মাৰ্ট মিটার ফিরিয়ে নাও, ডিজিটেল মিটার ফিরিয়ে দাও, স্মাৰ্ট মিটার বসিয়ে জনগণকে লুণ্ঠন করা বন্ধ কর। সভায় বক্তব্য রাখেন নেহারুল আহমেদ মজুমদার, হিল্লোল ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ, নির্মল কুমার দাস প্রমুখ।

বক্তারা বলেন, জনসাধারণ আওয়াজ তুলছেন স্মাৰ্ট মিটার চাই না সরকার চাইছে বৃহৎ কৰ্পোরেট গোষ্ঠীর লাভের জন্য স্মার্ট মিটার ঘরে ঘরে বসাতে হবে। দীপঙ্কর চন্দ বলেন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণের স্বাৰ্থে স্মাৰ্ট মিটার লাগানো হচ্ছে। এই মিটারের বিরুদ্ধে অসমের সৰ্বত্ৰ জনগণের পক্ষ থেকে বিদ্যুতের বিল বৃদ্ধির মারাত্মক অভিযোগ উত্থাপিত হচ্ছে। তিনি এও বলেন, সরকার এখন অভিযোগকারীর ঘরে স্মাৰ্ট মিটারের সঙ্গে পুরোনো ডিজিটেল মিটার বসানোর কথা বলছে। তার মানে ডিজিটেল মিটারের সঙ্গে স্মাৰ্ট মিটারের কোনো পাৰ্থক্যই নাই। তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই স্মাৰ্ট মিটার বসানো হচ্ছে কেন? তিনি সবাইকে আগামী ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় শিলচরের নরসিংটোলা ময়দানে সমবেত হতে আহ্বান জানান। নির্মলকুমার দাস বলেন, স্মার্ট মিটার ভবিষ্যতে বিদ্যুৎ গ্রাহকদের জন্য আরও মারাত্মক ক্ষতি করবে। সরকার ‘টিওডি’ সিস্টেম আনতে চলেছে। এই সিস্টেমে দিনে ও রাতে দুই ধরনের বিল তৈরি হবে। রাতে দিনের দু’গুণ বিল হবে। ফলে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না।

স্মার্ট মিটার প্ৰত্যাহারের দাবিতে উদারবন্দের পানগ্রামে সভা 

হিল্লোল ভট্টাচার্য বলেন, ১১ সেপ্টেম্বর গুয়াহাটির বিদ্যুৎ ভবনের সামনে রাজ্যের হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকদের ক্ষোভ আছড়ে পড়ে। রাজ্যের সমস্ত ভাষা-ভাষী মানুষ, নানা ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগঠিত করছে। উদারবন্দের পানগ্রামে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তাগণ যথাক্রমে মহিম লস্কর, জুবাইর আহমেদ প্রমুখ বলেন, তাঁরা এতদঞ্চলে গতবছর থেকে স্মার্ট মিটার বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁরা আগামী ১৯ সেপ্টেম্বর শিলচরের নরসিংটোলা ময়দানে অনুষ্ঠিত গণ সমাবেশ ও গণ মিছিলে সামিল হবে বলে আশ্বাস দেন।

Author

Spread the News