কাটলিছড়ায় মেডিক্যাল এবং হায়ার সেকেন্ডারিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখা চালুর দাবিতে সভা

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : কাটলিছড়াতে মেডিক্যাল কলেজ স্থাপন এবং হায়ার সেকেন্ডারি স্কুল গুলিতে বিজ্ঞান ও বাণিজ্যিক শাখা চালুর দাবিতে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কাটলিছড়া এক বিবাহ ভবনে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির আহ্বানে এই গুরুত্বপূর্ণ দু’টি দাবি নিয়ে বিশদ  আলোচনা হয়। এই দাবিগুলি আদায়ের পরিকল্পনা নিয়ে নিজ নিজ মতামত ব্যক্ত করার পর এ ব্যাপারে কিছু প্রস্তাব গৃহীত হয়।

সভায় মত ব্যক্ত করতে গিয়ে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কর্মকর্তারা বলেন,  কাটলিছড়াতে একটি পলিটেকনিক কলেজ এবং আইটিআই রয়েছে কিন্ত কাটলিছড়াতে কোন সায়েন্স কলেজ নাই যার দরুন কাটলিছড়াতে একটি পলিটেকনিক কলেজ এবং আইটিআই থাকা সত্বেও কাটলিছড়ার সেই টেকনিক্যাল কলেজ গুলোর বিশেষ সুবিধা স্থানীয় মেধাবী ছাত্রছাত্রীরা পাচ্ছে না। তাই প্রথমে শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা বিভাগের উচ্চ পদস্থ কর্মচারী সহ আসাম হাইয়ার সেকন্ডারি এডুকেশন কাউন্সিলে এই দাবি প্রেরণ করা হবে।

কাটলিছড়ায় মেডিক্যাল এবং হায়ার সেকেন্ডারিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখা চালুর দাবিতে সভা

এছাড়া নাগরিক অধিকার সুরক্ষা সমিতি কাটলিছড়া স্থানীয় প্রত্যেকটি বেসরকারি কলেজদের অনুরোধ জানাবে অন্ততঃ নিজ নিজ হায়ার সেকেন্ডারিতে সায়েন্স এবং কমার্স কোর্স  চালু করা। প্রথমে সায়েন্স এবং কমার্স চালুর বিষয় নিয়ে স্থানীয় হাইয়ার সেকেন্ডারি স্কুল বিশেষ করে এসকে রায় জুনিয়র কলেজ এবং চলমার্স মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের সায়েন্স এবং কমার্স কোর্স চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হবে।

কাটলিছড়ায় মেডিক্যাল এবং হায়ার সেকেন্ডারিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখা চালুর দাবিতে সভা

এছাড়া এদিনের আলোচনা সভায় কাটলিছড়াতে মেডিক্যাল কলেজ  স্থাপনের জন্য দাবি জানাবে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি কাটলিছড়া। হাইলাকান্দির মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য কাটলিছড়াতে পর্যাপ্ত জমি রয়েছে এবং সেই জমির বিস্তারিত দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে এক স্মারকপত্র প্রদান করবে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। কাটলিছড়াতে যাতে মেডিক্যাল কলেজ স্থাপন হয় এর জন্য শেষ পর্যন্ত প্রয়াস সহ প্রয়োজনে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে মত ব্যক্ত করা হয়। সভায় বক্তব্য রাখেন দীপক কান্তি আইচ, ড. দেবজিত দে, মানিক গুপ্ত, দিব্যেন্দু গোস্বামী, চিরন্তনী নন্দী, বাচ্চু পাল, নবনীতা দত্ত পুরোকায়স্থ, মৃন্ময় শর্মা, ভূষণ দেব, অসিত বরন রায়, সত্যজিত দে, সুমিত দাস, অরিন্দম রক্ষিত, পার্থ রায় প্রমুখ।

Author

Spread the News