হাতির আক্রমণে মৃত্যু মাহুতের
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : হৃদয়বিদারক ঘটনা! হাতির আক্রমণে মৃত্যু ঘটল মাহুতের।বুধবার ঘটনাটি ঘটেছে পবিত্রায়। মৃতের নাম হীরা কুমার।
কিছুক্ষণ আগে বিক্রম নামের হাতিটি আক্রমণ করে তার মাহুতকে। হীরা কুমার দরং জেলার বাসিন্দা।
কয়েকদিন ধরে বন্যার কারণে পবিত্রা থেকে ১১টি হাতি মায়াং পাহাড়ে রাখা হয়েছিল। হাতিটি রাগান্বিত হয়ে মাউতের উপর আক্রমণ করে।