মাতৃভূমি ফুটবল : দ্বিতীয় রাউন্ডে মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : দুর্দান্ত ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি। ধলাইর বিএনএমপি এইচ এস স্কুলের মাঠে মঙ্গলবার আয়োজিত ‘এ’ গ্রুপের তৃতীয় খেলায় মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি ৩-০ গোলে পরাজিত করে ছোট শালগঙ্গা এফসি দলকে ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি। প্রথমার্ধের খেলায় ২-০ গোলে এগিয়ে যায় তারা। মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটির হয়ে জোড়া গোল করেন মহেশ সিংহ, যথাক্রমে খেলার ৩ ও ৩১ মিনিটে। দ্বিতীয়ার্ধের খেলায় ছোট শালগঙ্গা এফসি সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে যদিও তারা কোন গোল করতে সক্ষম হয়নি। অপরদিকে মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে আরও একটি গোল করতে সক্ষম হয়, গোল করেন গগো। এই জয়ের সুবাদে তারা মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল।
উল্লেখ্য, এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন সুরজ সিংহ। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি হরিলাল সিংহ। এদিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর। সহযোগী হিসাবে ছিলেন শামীম আহমেদ লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। বুধবার ‘এ’ গ্রুপের চতুর্থ খেলায় বিশাল টিম এফসি ও কর্কট এফসি পরষ্পরের মোকাবিলা করবে।