মাতৃভূমি কাপের ফাইনাল খেলার দিন ঘোষণা

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : মাতৃভূমি কাপের ফাইনাল খেলার দিন ঘোষণা হল। সংস্থার সভাপতি সীতাংশু দাস জানান, আগামী ৮ সেপ্টেম্বর মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সীতাংশু বাবু জানান, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং এদিন সংবাদ মাধ্যমের কর্মী, ইউটিউবার ও ব্লগার যারা প্রতিদিন সরাসরি খেলা সম্প্রচার করে যাচ্ছেন তাদের সংবর্ধিত করা হবে। তাছাড়াও আগামী ৪ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে টুর্নামেন্টের স্পন্সরদের সংবর্ধিত করবে মাতৃভূমি। তিনি আরও জানান আজ হকির যাদুকর ধ্যানচাঁদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবসে ছোট অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানে ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হবে এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চারজন প্রাক্তন ফুটবলারকে সংবর্ধিত করা হবে মাতৃভূমি সামাজিক সংগঠনের তরফে।

মাতৃভূমি কাপের ফাইনাল খেলার দিন ঘোষণা
মাতৃভূমি কাপের ফাইনাল খেলার দিন ঘোষণা

Author

Spread the News