অলিম্পিক্সে দ্বিতীয় পদক, ইতিহাস গড়লেন মনু

৩০ জুলাই : প্যারিসে ভারতের দ্বিতীয় পদক। অলিম্পিক্সের ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনু ভাকের ও সরবজ্যোৎ সিং। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে পরপর দুটি পদক জিতে ইতিহাস গড়লেন মনু। ইতিহাসের সাক্ষী হলেন সরবজ্যোৎও। পোডিয়ামে উঠলেন ভারতের দুই গর্ব। ল

মনু ভাকের যেন ইতিহাসের ইতিহাস গড়লেন। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক পদক প্রাপ্তির ইতিহাস গড়েছিলেন, এ বার দ্বিতীয় পদক তাঁর ঝুলিতে। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদকেরও রেকর্ড মনুর। ১২৪ বছর আগে, ১৯০০ সালের প্যারিস অলিম্পিকেই ২০০ মিটার হার্ডলস ও ২০০ মিটার দৌড়ে দুটো রুপো পেয়েছিলেন নর্ম্যান প্রিচার্ড। যতই দেশ নিয়ে বিতর্ক থাক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাঁকে ব্রিটিশ নয়, ভারতের নাগরিক হিসেবেই স্বীকৃতি দিয়েছে। সেই নিরিখে মনু সেই প্যারিসেই ছুঁলেন ১২৪ বছরের পুরনো ইতিহাস।

অলিম্পিক্সে দ্বিতীয় পদক, ইতিহাস গড়লেন মনু

Author

Spread the News