কোচ গম্ভীর, ঘোষণা জয় শাহের
৯ জুলাই : ভারতীয় দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গৌতম গম্ভীরকে স্বাগত জানাই। ক্রিকেট দ্রুত বদলাচ্ছে। আর গৌতম এই পরিবর্তিত ল্যান্ডস্কেপটা খুব কাছ থেকে দেখেছেন। আর তাই তিনিই কোচ হওয়ার জন্য আদর্শ ব্যক্তি।’ ২০২৭ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন বলে জানানো হয়েছে।
এ দিকে, ভারতের কোচ হওয়ার পর গৌতম গম্ভীর জানিয়েছেন, ‘ভারত আমার পরিচয় এবং আমার দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। ফিরে আসতে পেরে আমি গর্বিত। ভিন্ন টুপি পরলেও আমার লক্ষ্য আগের মতোই আছে। প্রত্যেক ভারতীয়কে গর্বিত করার জন্য। দ্য মেন ইন ব্লু তাঁদের কাঁধে ১.৪ বিলিয়ন ভারতীয়দের স্বপ্ন বহন করে এবং আমি এই স্বপ্নগুলিকে সত্যি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’