স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ কিশোর, মুক্তিপণ দাবি
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : তিনসুকিয়া জেলায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় বারো বছরের এক কিশোরকে অপহরণ করা হয়েছিল। এরপর তার বাবার কাছে কল করে মুক্তিপণ ২৫ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা।
রোহিত বাহাদুর ছেত্রী নামে কিশোরটি ২২ জুলাই সানপুরা গ্রামের কাছে অপহৃত হয় এবং তারপর থেকে নিখোঁজ রয়েছে।
সূত্রের খবর, ছেলের বাবা নুর বাহাদুর ছেত্রী অভিযুক্ত অপহরণকারীর কাছ থেকে ২৫ লক্ষ টাকা দাবি করে মুক্তিপণের ফোন পেয়েছিলেন। অপহরণকারী পরে মুক্তিপণ কমিয়ে ২-৩ লাখ টাকা করে দেয় কিন্তু টাকা না দিলে বা পুলিশকে সতর্ক করা হলে রোহিতকে মেরে ফেলার হুমকি দেয়।
ছেলের জীবনের ভয়ে দাবিকৃত তহবিল সংগ্রহ করতে এক কথা সংগ্রাম করছেন নূর বাহাদুর ছেত্রি। অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত শুরু করেছে।