সোনাইয়ে বিশাল ব্যবধানে জয়ী কেজিএন

সোনাইয়ে বিশাল ব্যবধানে জয়ী কেজিএন

বরাক তরঙ্গ, ১ আগস্ট : বিশাল ব্যবধানে সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে জয় হাসিল করল উত্তর কৃষ্ণপুর কেজিএন। বৃহস্পতিবার সোনাই এনজি স্কুলের মাঠে ৭-২ গোলে তারা হারায় কালাখাল এফসিকে। খেলায় হ্যাটট্রিক গোল করেন রাজু। তিনি ৯, ৩৯ ও ৪২ মিনিটে গোল করেন। এ ছাড়া জোড়া গোল করেন তাহির (২ ও ৫৮ মিনিটে)। কেজিএন এর হয়ে গোল করেন গ্লোরি (৫৫মিনিট), জাবরুল (২২মিঃ), সাইদুল (২৪ মিঃ)  ও সকিল (৫০ মিনিটে। কালাখালের দলের হয়ে দুটি গোল করেন থাপা (১০ ও ৩৬ মিনিটে।

এ দিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, জাফর বড়ভূইয়া ও হোসেন বড়ভূইয়া। আগামীকাল দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ খেলবে হাতিখাল বাজার ও সোনাই একাদশ।

Author

Spread the News