কেটি লেডেকি। এক আজব লড়কি!

৫ আগস্ট : চারটি অলিম্পিক মিলিয়ে এ পর্যন্ত নয়টি সোনা জিতেছেন সাঁতারু  কেটি লেডেকি। প্যারিসে মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে নতুন নজির গড়লেন তিনি। বিশ্বের দ্বিতীয় সাঁতারু হিসাবে টানা চারটি অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতলেন লেডেকি। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ১৫ বছর বয়সে প্রথম সোনা জিতেছিলেন। ১২ বছর পর প্যারিসেও অব্যাহত তাঁর স্বর্ণ অভিযান।

অলিম্পিকের ইতিহাসে মহিলা প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি নয়টি সোনা জয়ের রেকর্ড ছিল জিমন্যাস্ট লারিসা লাতিনিনার। তিনি ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত তিনটি অলিম্পিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ৮০০ মিটার ফ্রিস্টাইলের সাফল্যে আমেরিকার লেডেকির‌ও নবম সোনা জেতা হয়ে গেল। সব মিলিয়ে ষষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে অলিম্পিকে ন’টি সোনার পদক পেলেন আমেরিকার সাঁতারু। এই কৃতিত্ব লাতিনিনা ছাড়াও রয়েছে মার্ক স্পিৎজ, কার্ল লুইস, পাভো নুরমির। সর্বাধিক ২৩টি সোনা জিতে সকলের আগে রয়েছেন সাঁতারের কিংবদন্তি মাইকেল ফেলপস।

কেটি লেডেকি। এক আজব লড়কি!

Author

Spread the News