পাথারকা‌ন্দিতে কালীম‌ন্দির ও দোকানে চু‌রি

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : পাথারকা‌ন্দি কালীম‌ন্দির সহ দোকানে দুঃসাহ‌সিক চু‌রি।পাথারকান্দি থানার ঢিল‌ছোঁড়া দুর‌ত্বের কালীম‌ন্দির সহ এক ব‌্যবসায়ীক প্ৰতিষ্ঠানে সোমবার রা‌তে চুরির ঘটনা ঘটল। এ ঘটনায় এলাকাজু‌ড়ে চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি ক‌রে‌ছে।‌সোমবার রা‌তে একদল চোর কালীমন্দিরের দরজা ভে‌ঙে ভেত‌রে প্রবেশ ক‌রে দেবী বিগ্রহের সোনার অলংকার সহ অন‌্যান‌্য সামগ্ৰী হা‌তি‌য়ে নি‌য়ে ম‌ন্দিরের পাশ্বব‌র্তি নজরুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানে প্রবেশ ক‌রে সিগারেট, শীতল পানীয় সহ নগদ ১৫ হাজার টাকা চুরি ক‌রে।

পাথারকা‌ন্দিতে কালীম‌ন্দির ও দোকানে চু‌রি

মঙ্গলবার সকা‌লে বিষয়‌টি প্রত‌্যক্ষ ক‌রে স্থানীয় পু‌লি‌শে খবর দেওয়া হ‌লে তারা তদ‌ন্তে নে‌মে দু‌টি চু‌রি কাণ্ড জ‌নিত ঘটনা স‌রেজ‌মি‌নে তদন্ত ক‌রে যায়।পাথারকা‌ন্দি শহ‌রের মধ‌্যব‌র্তি স্থা‌নে সংঘ‌টিত এ‌হেন চু‌রি কা‌ণ্ডে স্থানীয়‌দের ম‌ধ্যে আত‌ঙ্কের সৃ‌ষ্টি ক‌রে‌ছে। এসব কা‌ন্ডে স্থানীয় পথভ্রষ্ট যুবক‌দের হাত থাক‌তে পা‌রে ব‌লে ধারনা করা হ‌চ্ছে।

পাথারকা‌ন্দিতে কালীম‌ন্দির ও দোকানে চু‌রি
পাথারকা‌ন্দিতে কালীম‌ন্দির ও দোকানে চু‌রি

Author

Spread the News