চট্টগ্রামে সংঘর্ষে সাংবাদিক, পুলিশ, আন্দোলনকারী আহত
২৯ জুলাই : বাংলাদেশে বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলন এখনও চলছে। চলছ সংঘর্ষ। চট্টগ্রামের চেরাগী পাহাড় ও আন্দরকিল্লা এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক, পুলিশ, আন্দোলনকারী সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় কয়েকজন শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে এইসব ঘটনা ঘটে।
সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রামের জামালখান এলাকার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষোর্থীদের ঘোষণার পর প্রেস ক্লাব এলাকায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ফলে শিক্ষার্থীরা সেখানে জড়ো হননি।
তবে আন্দোলনকারীরা খণ্ড খণ্ডভাবে বিকেলে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় জড়ো হন।
এর অন্যপাশে আওয়ামি লিগ, ছাত্রলিগ ও যুবলিগের নেতাকর্মীরা অবস্থান নেন। এই সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশ চেরাগী মোড় থেকে একজনকে আটক করে গাড়িতে তুলতে গেলে আন্দোলনকারীরা ছাড়িয়ে নিতে চান। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি ও হাতিহাতির ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা রাস্তায় গাড়ির সামনে বসে পড়েন। তবে পুলিশ আটককৃতদের ঘটনাস্থল থেকে নিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারেন। তাদের ইটের আঘাতে এক সাংবাদিক আহত হন।
এরপর বিক্ষোভকারীরা কদম মোবারম শাহি জামে মসজিদের সামনে বিকেল ৪টার পর সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললেও তারা আন্দোলন চালিয়ে যান। প্রথমে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এই সময় আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা আন্দরকিল্লা মোড়ে জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এই সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে চলে যান।
চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই সময় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার সময় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। খবর : কালের কণ্ঠ।