কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি সহ তিনজনকে শো-কজ, গঠিত তদন্ত কমিটি
বরাক তরঙ্গ, ১৭ মে : বৃহস্পতিবার রাজীব ভবনে জেলা কংগ্রেসে জয়ী প্রার্থীদের সংবর্ধনা সভায় সংঘটিত কাণ্ড নিয়ে সরগরম হয়ে উঠল কংগ্রেস রাজনীতি। ঘটনা নিয়ে প্রদেশ কংগ্রেসের কাছে নালিশ করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। ফলে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে এপিসিসি শোকজ করেছে কাটিগড়া ব্লক সভাপতি সহ তিনজনকে। খলিল উদ্দিনের অভিযোগের ভিত্তিতে প্রদেশ কংগ্রেস ‘শো-কজ’ করেছে কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হোসেন আহমদ চৌধুরী, কাটিগড়া এলাকার দলীয় দুই কর্মী সরফুল আলম চৌধুরী ও ইকবাল আহমেদ বড়ভূইয়াকে।

এদিকে, ঘটনার নেপথ্যে কারণ খুঁজে বের করার জন্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৩ সদস্যের এক তদন্তকারী দল। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানিয়েছেন, ঘটনা নিয়ে তদন্তের জন্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এদিনের সভায় বক্তব্য রাখছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। ওই সময় টিকিট প্রসঙ্গ আসে বিধায়কের বক্তব্যে। আর এই প্রসঙ্গ আসতেই ব্লক সাধারণ সম্পাদক সরফুল আলম চৌধুরী সহ একাধিক কংগ্রেসি মারমুখী হয়ে ওঠেন। এতে এক বিশৃঙ্খলার সৃষ্টি হয় সভায়। বক্তব্য অসম্পূর্ণ রেখে সরতে হয় বিধায়কের।
