ভারত অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায়, বার্তা বিদেশমন্ত্রীর
১০ সেপ্টেম্বর : যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধের অবসান চায় ভারত। রিয়াধে ‘গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের’ বৈঠক থেকে এমনই বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা সবিস্তারে জানিয়েছেন তিনি। সোমবার ‘গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের’ (GCC) বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে ভারতের প্রথম বৈঠক ছিল। সেখানে জয়শঙ্কর বলেন, ‘‘গাজ়ার পরিস্থিতি নিয়ে ভারতের নীতিগত অবস্থান বদলায়নি। আমরা সন্ত্রাসবাদ এবং মানুষকে বন্দি করে রাখার বিরোধিতা করি, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে দাঁড়িয়ে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। আমরা একের পর এক নিরীহ মানুষের মৃত্যুতে শোকাহত। ভারত অবিলম্বে গাজ়ায় যুদ্ধবিরতি চায়।’’
বৈঠকে প্যালেস্টাইন প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, ‘‘প্রতিকূল সময়েই বোঝা যায় কে কার বন্ধু! এই যুদ্ধ পরিস্থিতিই স্পষ্ট করে দিয়েছে যে, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিদ্যুৎ পরিবহণ থেকে মানবসম্পদ সব কিছুতেই দেশগুলি একে অপরের ওপর কতটা নির্ভরশীল।’’ গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের সঙ্গে ভারতের সম্পর্ক, ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধের ইতিহাস বারবার উঠে আসে তাঁর বক্তব্যে।
প্রসঙ্গত, কর্মসূত্রে জিসিসির অন্তর্ভুক্ত দেশগুলিতে ৯০ লক্ষেরও বেশি ভারতীয় বাস করেন। তাঁরাই ভারতের সঙ্গে ওই দেশগুলির পারস্পারিক সম্পর্ক মজবুত করার কাজ করে চলেছেন বলেও জানান তিনি।