মেহেরপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের ওপর আক্রমণ, মামলা

বরাক তরঙ্গ, ২৮ মে : মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের ওপর প্রাণঘাতী হামলা চালালো দুই যুবক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন দেবাশিসবাবু।জানা যায়, মঙ্গলবার রাত ৯-৪৫ মিনিটে শিলচরের মেহেরপুর এলাকায় থাকা আরুষ মেডিক্যাল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাদিক আহমেদের সঙ্গে জীবনদায়ী ওষুধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্য সহ তাঁর সহকর্মীরা। তখন একজন ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে তাঁর সহকর্মীর ওয়ার্কিং ব্যাগ, হেলমেট ও সেম্পলের নানা ওষুধ রাস্তায় ফেলে স্কুটি পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে।

ঘটনা তাঁদের নজরে আসলে দেবাশিস ভট্টাচার্য সহ তাঁর সহকর্মীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। অভিযুক্তরা দা, ছুরি, রোড, পাথর ও লাঠি সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর আক্রমণ চালায়। পরিস্থিতি বেগতিক দেখে দু’জন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলেও অভিযুক্তরা দেবাশিসবাবুর ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়। হামলায় তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন।

মেহেরপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের ওপর আক্রমণ, মামলা

ঘটনাকে কেন্দ্র করে আহত দেবাশিস ভট্টাচার্য বুধবার রণি লস্কর ও সানি লস্কর নামের দুই যুবককে অভিযুক্ত করে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। অতি সত্বর দুজনকে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।

মেহেরপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের ওপর আক্রমণ, মামলা

Author

Spread the News