দশমে বাংলায় ১০০ তে ১০০ জুমানার

বরাক তরঙ্গ, ১৬ মে : সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় মাতৃভাষা বাংলায় ১০০ তে ১০০ পেয়ে নজর কাড়ল কাছাড়ের পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রী জুমানা কাওসার লস্কর। বাংলায় সর্বাধিক নম্বর পেয়ে জুমানার নজর কাড়া সাফল্যে খুশির জোয়ার বইছে। ভাষা শহিদের উপত্যকায় স্থাপন করেছে উজ্জল দৃষ্টান্ত জুমানা। 

সে শুধু শুধু বাংলা নয়, সমাজ বিজ্ঞানে ১০০-র মধ্যে ৯৯ মার্কস পেয়েছে। এ ছাড়া তার বাকি বিষয়ে তার প্রাপ্ত নম্বর হল, ইংরেজিতে ৯২, সাধারণ গণিত ৯৭, সাধারণ বিজ্ঞান ৯৬। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেইনার বিষয়ে ৯৬ নম্বর পেয়েছে। সে নবোদয়ের ছাত্রী হিসেবে উত্তর-পূর্বাঞ্চলে তৃতীয় ও কাছাড়ে প্রথম হয়েছে। ধলাই সপ্তগ্রামের বাসিন্দা তথা বাম হাইস্কুলের শিক্ষক রুহুল আমিন লস্কর ও ইমারানা বেগম লস্করের কন্যা হলেন জুমানা কাওসার।

দশমে বাংলায় ১০০ তে ১০০ জুমানার

Author

Spread the News