শিলচরে উড়ালপুল নির্মাণ নিয়ে মতবিনিময় সভা জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : শিলচর শহরের যানজট নিরসনের জন্য উড়ালপুল সহ এলিমিটেড করিডর নির্মাণকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিকদের মতামতের সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার শিলচরের জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পিডব্লিউডি ,পশুপালন ও পশুচিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী,কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ বিভাগীয় কর্মকর্তা এবং শিলচরের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা। উপস্থিত সবাই নিজ -নিজ বক্তব্যে শিলচরের সার্বিক উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টার কথা উঠে আসে।

