মন্ত্রীগ্রাম জগন্নাথ আশ্রম ক‌মি‌টিকে রাস পূর্ণিমা উৎসবে সাহায্য

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : রাস পূর্ণিমা উপল‌ক্ষে রাজ‌্য সরকার কর্তৃক সরকা‌রি সহায়তা লাভ করল পাথারকা‌ন্দি মন্ত্রীগ্রাম জগন্নাথ আশ্রম ক‌মি‌টি। করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দির মন্ত্রীগ্রামের শ্রীশ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত প্রাচীন ১০৪তম মহারাসলীলা উপল‌ক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক এককালীন ২৫ হাজার টাকার অনুদান পে‌লেন মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তারা।

এ ম‌র্মে মঙ্গলবার পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের প‌ক্ষে এক প্রতি‌নি‌ধি দল মন্ত্রীগ্রামে উপ‌স্থিত হয়ে সরকা‌রি ভা‌বে বরাদ্ধ চেকটি মন্দির পরিচালনা কমিটির হাতে তুলে দেন। এ‌তে মন্ত্রীগ্রামের সনাতনী জনগণ মুখ্যমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পা‌লের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

মন্ত্রীগ্রাম জগন্নাথ আশ্রম ক‌মি‌টিকে রাস পূর্ণিমা উৎসবে সাহায্য

Author

Spread the News