সোনাইয়ে দ্বিতীয় রাউন্ডে হাতিখাল

সোনাইয়ে দ্বিতীয় রাউন্ডে হাতিখাল

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ওপেন ফুটবল টুর্নামেন্টে জিতল হাতিখাল ইলেভেন স্টার। সোমবার এনজি স্কুলের মাঠে ১-০ গোলে হারায় চান্দপুর এফসিকে। খেলার দুই মিনিটে জয়সূচক গোলটি করেন লালদোলাব লাতং। পুরো খেলা রোমাঞ্চকর হলেও খেলায় সমতা ফেরাতে পারেনি চান্দপুর। এমনকি হাতিখালও গোলের সংখ্যা বাড়াতে পারেনি। ১-০ গোলে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে হাতিখাল।

এ দিন খেলা পরিচালনায় ছিলেন হীরামণি চৌধুরী, জাফর বড়ভূইয়া, বদরুজ্জামান ও জলিল আহমেদ। আগামী কাল খেলবে ড্রিম একাদশ আনিপুর ও শিলডুবি ফাইভ স্টার ক্লাব।

সোনাইয়ে দ্বিতীয় রাউন্ডে হাতিখাল

Author

Spread the News