দিনভর বিভিন্ন কার্যসূচির পাথারকান্দি গোবিন্দজি গ্রামীণ সংগঠন

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : দিনভর বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করল পাথারকান্দি গোবিন্দজি গ্রামীণ সংগঠন। অনুষ্ঠানটি হয় স্থানীয় রবীন্দ্রভবন প্রাঙ্গণে। সকালবেলা অসম প্রদেশ স্যালুট তিরঙ্গার রাজ্য সভাপতি অনুপ সিনহার নেতৃত্বে বর্ণাঢ্য এক তিরঙ্গা শোভাযাত্রার মধ্য দিয়ে দিন রাতের অনুষ্ঠানের সূচনা হয়। পরে সমস্ত দিনভরব্যাপী চলে বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক খেলাধুলা। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক গোবিন্দজি গ্রামীণ সংগঠন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনেরা উক্ত সংগঠনের এহন উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীদিনে ও এধরণের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান। এতে প্রাক্তন জেলা পরিষদ সদস শান্তিলাল সিনহা তাঁর বক্তব্যে বলেন, আজ পাথারকান্দিবাসীর জন্য এক একটি স্মরণীয় দিন হয়ে ইতিহাসের পাতায় লিখা থাকবে। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আজ রাজ্যের কর্মতৎপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ পদক্ষেপে সমজেলা হিসেবে পাথারকান্দিতে আজ উড়ল ত্রিরঙা। যা সত্যি গর্বের বিষয়। পাশাপাশি তিনি এদিন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নানা উন্নয়ণমূলক কর্মকান্ডের উপর ও বক্তব্য রাখেন।

এর আগে সান্ধ্যাকালীন অনুষ্ঠানে আয়োজক সংস্থা  আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত সাংবাদিকদের উত্তরীয় দিয়ে বরণ করেন। পরে মঞ্চে বিভিন্ন স্বাদের দেশাত্মবোধক সঙ্গীত নৃত্য পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধ্য দিয়ে দিনভরব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে গোবিন্দজি গ্রামীণ সংগঠনের সভানেত্রী রীনা সিনহা, সম্পাদিকা স্বর্ণ রাজকুমারী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

দিনভর বিভিন্ন কার্যসূচির পাথারকান্দি গোবিন্দজি গ্রামীণ সংগঠন
দিনভর বিভিন্ন কার্যসূচির পাথারকান্দি গোবিন্দজি গ্রামীণ সংগঠন

Author

Spread the News