লালপানিতে ফেরি দিতে গিয়ে নিখোঁজ ঘনিয়ালার ভাড়াটে যুবক, সন্দেহ অপহরণ
এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : লক্ষীপুর থানার অন্তর্গত জিরিঘাটের লালপানি এলাকায় বাজার করতে গিয়ে নিখোঁজ শিলচর ঘনিয়ালায় থাকা ভাড়াটে যুবক। সোমবার রাহুল সেখ নামে ঘনিয়ালার যুবক দোকানের সামগ্রী ফেরি দিতে বের হয়ে লালপানি বাজারে পৌঁছেন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন রাহুল। মঙ্গলবার তাঁর বাবা আব্দুল হালিফ সংবাদ মাধ্যমে জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে ছেলে রাহুল বিড়ি ফেরি দেওয়ার জন্য জিরিঘাটের লালপানি এলাকায় রওয়ানা হন। এরপর থেকে তাঁর সন্ধান না পেয়ে আব্দুল হালিম সহ অন্যান্যরা লালপানির পাহাড়ি এলাকায় ছুটে যান। সেখানে পৌঁছে দেখতে পান তার চপ্পল, বিড়ির বস্তা ও বাইক পড়ে রয়েছে। এছাড়াও পাহাড়ের বেশ কিছু জায়গায় বিড়ি ছিটিয়ে থাকার দৃশ্যও নজরে পড়ে। এসব দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন আব্দুল হালিম।
আব্দুল হালিম অভিযোগ করে বলেন তাঁর ছেলেকে পরিকল্পিত ভাবে অপহরণ করা হয়েছে। তাসির সেখ ও আবু সেখের হাত রয়েছে বলে অভিযোগ তুলেন। তিনি বলেন, বিগত দিনেও তাঁরা রাহুল সেখ ও তাঁর ছোট ভাইকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়েছে। তাসির সেখ ও আবু সেখ সহ নিখোঁজ রাহুল সেখের আসল বাড়ি পশ্চিমবঙ্গে। যদিও কাজের তাগিদে তাসির ও আবু মালুগ্রাম এলাকার এক ভাড়াটে বাড়িতে বসবাস করছেন এবং নিখোঁজ রাহুল সেখ ঘনিয়ালার এক ব্যক্তির বাড়িতে ভাড়াটে হিসেবে রয়েছেন। আব্দুল হালিম ঘটনাকে কেন্দ্র করে জিরিঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে সরেজমিনে তদন্তে নেমে নিখোঁজ রাহুল সেখের সন্ধান চালাচ্ছে।