অমরজ্যোতি ক্লাবের ‌ব্যপস্থাপনায় গণেশ পূজা বিলপারে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : অমরজ্যোতি ক্লাবের ‌ব্যবস্থাপনায় শিলচর রাধামাধব রোডের বিলপারে গণেশ পূজার আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো গণেশ পুজোর আয়োজন করে অমরজ্যোতি। ক্লাবের সভাপতি মলয় পাল বলেন, তিনদিন ব্যাপী চলবে পুজো। প্রতিদিনই ভক্তদের মধ্যে বিকেলে মহা প্রসাদের বিতরণ করা হবে। মঙ্গলবার বিকেল ছয়টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গণেশ মূর্তি নিয়ে বিসর্জন ঘাটের দিকে অগ্রসর হবেন বলে জানান।

অঙ্কিত পাল বলেন, গণেশ চতুর্থীর উৎসবকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ গণেশ হলেন প্রথম পূজাযোগ্য ঈশ্বর, অর্থাৎ যে কোনও শুভ কাজের আগে গণেশের পূজা করা বাধ্যতামূলক বলে মনে করা হয়। গণপতিকে জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা বলা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরহিত সুমন ভট্টাচার্য, মনোজ কাহার, সৌরভ পাল, বিপ্রজিৎ পাল, অনুজ কাহার সহ অন্যান্যরা।

অমরজ্যোতি ক্লাবের ‌ব্যপস্থাপনায় গণেশ পূজা বিলপারে
অমরজ্যোতি ক্লাবের ‌ব্যপস্থাপনায় গণেশ পূজা বিলপারে

Author

Spread the News