প্রথমবারের মতো শিলচরে জাতীয় টেনিস র্যাঙ্কিং প্রতিযোগিতা
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : এই প্রথমবারের মতো শিলচরের মাটিতে বসছে সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের (আইটা) কোনও র্যাঙ্কিং প্রতিযোগিতা। শনিবার এক সাংবাদিক সম্মেলনে আসন্ন প্রতিযোগিতা সম্পর্কে বিশদে জানালেন আয়োজক শিলচর টেনিস ক্লাব কমিটির কর্মকর্তারা। তারা জানান, তাদের ক্লাব, আইটা চ্যাম্পিয়নস সিরিজ সংক্ষেপে সিএস সেভেন অনূর্ধ্ব ১৮ বয়স গ্রুপের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর সকাল নয়টায় আসরের উদ্বোধন। ৪ অক্টোবর সন্ধ্যা পাঁচটায় ফ্লাডলাইটে হবে ফাইনাল ম্যাচ। এই আসরের সঙ্গে সমান্তরাল ভাবে আয়োজিত হচ্ছে বরাকভ্যালি ওপেন টেনিস টুর্নামেন্ট। এতে শুধু পুরুষদের ডাবলস ইভেন্ট রাখা হয়েছে।
আসরে ৩৫ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষার জন্য ১৫ জন খেলোয়াড় নাম তুলে নিয়েছেন। ছেলেদের ২০ জন প্রতিযোগী নিয়ে হবে সিঙ্গলস ও ডাবলসের খেলা। মেয়েদের মাত্র দুজন খেলোয়াড় নাম লেখানোয় সেই ইভেন্টগুলি বাদ দিতে হচ্ছে। আসরটি ম্যাড়ম্যাড়ে হয়ে যাওয়ার আশঙ্কা দেখে একইসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বরাকভ্যালি ওপেন। এতে উৎসবের মেজাজ বহাল থাকার পরিবেশ নিয়ে আয়োজকদের আর কোনও চিন্তা থাকছে না।
আইটা সিএস সেভেন টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই নকআউট। চ্যাম্পিয়ন খেলোয়াড় পাবেন ২৫ পয়েন্ট, রানার্স ২০ এবং সেমিফাইনালিস্টরা ১৫ পয়েন্ট করে। প্রথম রাউন্ডে হেরে গেলে দুই পয়েন্ট থাকছেই। তবু শিলচরের স্থানীয় প্রতিযোগীর সংখ্যা মাত্র পাঁচজন কেন? এর উত্তরে তারা জানান, আসলে এই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা যাদের রয়েছে, তেমন সব খেলোয়াড়কেই কোর্টে নামাচ্ছে টেনিস ক্লাব। শিলচরকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়ার জন্য আটা (অল আসাম টেনিস অ্যাসোসিয়েশন) এবং আইটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টেনিস ক্লাব।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর টেনিস ক্লাবের সভাপতি মহাবীর প্রসাদ জৈন, সচিব দেবাশিস স্বামী, সহসচিব অভিষেক জৈন, আসাম টেনিস অ্যাসোসিয়েশনের (এএটিএ) সহ সভাপতি অরিজিৎ কুমার এন্দো, শিলচর টেনিস ক্লাবের আজীবন সদস্য অরূপ কুমার দেব, দেবজ্যেতি স্বামী, টুর্নামেন্ট সঞ্চালক শিবাশিস দত্তগুপ্ত (গুড্ডু), আসরের চিফ রেফারি শিবকুমার প্রজাপতি, টেনিস ক্লাবের কোচ অর্ণব দত্ত, সদস্য সুমন্ত দাস, বিশাল সান্ড প্রমুখ।