মাদক ও ভিক্ষাবৃত্তি নির্মূল এবং রক্তদান শিবিরের সিদ্ধান্ত দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ মে : ভাগাবাজার জামা মসজিদের দোতালায় দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ৭২টি মসজিদের সমন্বয়ে গঠিত এই সমিতির সভায় শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় সমাজ থেকে মাদক ও ভিক্ষাবৃত্তি নির্মূল এবং ক্যান্সার রোগীদের সহায়তায় রক্তদান শিবির আয়োজনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভার শুরুতে সমাজ থেকে মাদকদ্রব্য নির্মূলের বিষয়টি গুরুত্ব পায়। এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মাদক পাচারকারী, মাদক বিক্রেতা, মাদকসেবী এবং তাদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হবে। সভায় আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তিদের মৃত্যু হলে কোনও আলিম বা মসজিদের ইমাম তাদের জানাজার নামাজ পড়াবেন না।

দ্বিতীয় প্রস্তাবে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি নির্মূলের প্রসঙ্গ উঠে আসে। আলোচনায় মুসলিম সমাজে ভিক্ষাবৃত্তির সমস্যা এবং অনেক সক্ষম ব্যক্তির ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সক্ষম ব্যক্তিদের ভিক্ষা না দিয়ে বিভিন্ন কাজ বা ব্যবসায় যুক্ত হতে উৎসাহিত করা হবে। পাশাপাশি, শারীরিক অক্ষমতা বা দুর্বলতার শিকার ব্যক্তিদের মসজিদ পরিচালিত মিসকিন ফান্ড থেকে সহায়তা প্রদান করা হবে।

মাদক ও ভিক্ষাবৃত্তি নির্মূল এবং রক্তদান শিবিরের সিদ্ধান্ত দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির

এছাড়াও, সভায় ক্যান্সার রোগ নিরাময়ের বিষয়ে আলোচনা হয়। ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী রবিবার সকাল দশটায় ভাগাবাজার জামা মসজিদে এক ক্যান্সার সচেতনতা শিবিরের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে, ক্যান্সার রোগীদের জন্য একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। এই সচেতনতা ও রক্তদান শিবিরে দক্ষিণ ধলাইয়ের সকল স্তরের মুসলিম জনসাধারণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। সভায় উপস্থিত ২০ জন ব্যক্তি রক্তদাতা হিসেবে তাদের নাম নথিভুক্ত করেছেন এবং আশা করা হচ্ছে শিবিরে অন্তত ১০০ ইউনিট রক্ত সংগ্রহ করা সম্ভব হবে।

মাদক ও ভিক্ষাবৃত্তি নির্মূল এবং রক্তদান শিবিরের সিদ্ধান্ত দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির

এদিনের সভায় মসজিদ সম্মাননা সমিতির কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী, মওলানা ফখরুল ইসলাম লস্কর, মওলানা ফখর উদ্দিন লস্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক কাইমুল ইসলাম লস্কর, ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের অবসরপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন লস্কর এবং মসজিদ সম্মাননা সমিতির প্রচার সম্পাদক রাজিব মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় গৃহীত এই সিদ্ধান্তগুলি দক্ষিণ ধলাইয়ের মুসলিম সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Author

Spread the News