সোনাই ক্রিকেট প্রিমিয়ার লিগে জিতল এডুকেশন ফাউন্ডেশন
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও রিট টিভিএসের সহযোগিতার আয়োজিত স্টিল কর্নার সোনাই প্রিমিয়ার লিগে ম্যাচে ২ উইকেটে জিতল আরএফ এডুকেশন ফাউন্ডেশন। শনিবার তারা হারিয়েছে এএসইবি ক্লাবকে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এদিনের ম্যাচে আরএফ এডুকেশন ফাউন্ডেশন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করতে নেমে এএসইবি ক্লাব ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। দলের এর হয়ে প্রদ্যুৎ চক্রবর্তী সর্বোচ্চ ৪৩, সুহেল আহমেদ বড়ভূইয়া ২৯, সাগর বিশ্বাস ২৩, কৈশিক দে ১৫ রান করেন।আরএফ এডুকেশন ফাউন্ডেশনের হয়ে অজিত কুমার ৩, ইসমাইল মজুমদার ২, আহাদ মজুমদার ২, এবং মাহমুদ হোসেন ১টি উইকেট পান। ১৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটের আরএফ এডুকেশন ফাউন্ডেশন ১৯ ওভার ১ বলে ১৮৫ রান তুলে নেয়। দলের হয়ে সাদ আমান লস্কর সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়াও ভাল রান পান মাহমুদ আলম বড়ভূইয়া ২৮, সারুক ২৪, সত্যজিৎ নাথ ১৬, অজিত কুমার ১৫ রান করে। এএসইবি ক্লাবের হয়ে সুব্রত দে ৪, তাপস বিশ্বাস ২, সাগর বিশ্বাস এবং প্রদ্যুৎ চক্রবর্তী ১টি করে উইকেট পান।
দিনের ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার আইভি খরনন আরএফ এডুকেশন ফাউন্ডেশনের অজিত কুমার। তার হাতে আকমল মোবাইল ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার। ম্যাচের সর্বোচ্চ সিকসার এটু ইয়াম্মি ভাইটস এর পুরস্কার পান আরএফ এডুকেশন ফাউন্ডেশনের সাদ আমান লস্কর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ক্রীড়া শিক্ষক আক্তার হোসেন লস্কর। রবিবার সোনাই টাইটান খেলবে এফআর হিরোজের বিপক্ষে।
![সোনাই ক্রিকেট প্রিমিয়ার লিগে জিতল এডুকেশন ফাউন্ডেশন সোনাই ক্রিকেট প্রিমিয়ার লিগে জিতল এডুকেশন ফাউন্ডেশন](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168702976765537870049417-1024x364.jpg)