বিহাড়ায় দুই বোন নিখোঁজ, মা-বাবার কাতর আবেদন
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : বিহাড়া ছনবাড়ি দীননাথপুরের প্রাইভেট শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি দুই বোন। বৃহস্পতিবার বিহাড়া পুলিশের দ্বারস্থ হয়ে মেয়ে দু’টির নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন পরিবারের লোকরা। জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ লক্ষ্মী দাস (১৫) ও ছোট বোন লাকি (১১) নিজের বাড়ি থেকে বেরিয়ে প্রাইভেট টিউটরের বাড়িতে পড়তে যায় কিন্তু বাড়ি ফিরেনি।
এদিকে, পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও মেয়েদের কোনও সন্ধান না পেয়ে বিহাড়া পুলিশের দ্বারস্ত হয়ে মেয়ে দু’টির নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। যদি কোন ব্যক্তি দু’টি মেয়ের কোনও সন্ধান পেয়ে থাকেন তবে 88224 52362 ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানান।