সিপিএম ধর্মনগর মহকুমাটির উদ্যোগে জেলা‌শাসকের কাছে  ডেপুটেশন

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : সোমবার সিপিএম উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাটির উদ্যোগে জেলা‌ শাসকের নিকট এক প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করেন।এদিন দুপুরে প্রথমে ধর্মনগর শহরের বুকে সুবিশাল মিছিল করে সিপিএম কর্মী সমর্থকরা জেলা‌ শাসকের অফিসের সামনে এসে জড়ো হন। তারপর চারজনের এক প্রতিনিধি দল জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের সাথে দেখা করে তাদের ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেন। এদিনের ডেপুটেশনে

দাবিগুলির মধ্যে ছিল, বিগত বর্ষায় যেসকল পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে তা জাতীয় বিপর্যয় হিসেবে বিবেচনা করে আর্থিক সহযোগিতা প্রদান করা।এখন পর্যন্ত এরাজ্যে বন্যায় তেত্রিশ জন লোকের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারে একটি সরকারি চাকরি অথবা পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া।রাজ্যে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য পনেরো হাজার কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা। ক্ষতিগ্রস্ত পরিবারকে আগামী ছয় মাস বিনামূল্যে দশ কেজি করে চাউল এবং দুইশো দিন রেগার কাজ প্রদান করা।সাথে জেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট মেরামতি করা,বিশেষ করে ধর্মনগর-কদমতলা,ধর্মনগর-পানিসাগর, শনিছড়া-কদমতলা সহ জাতীয় সড়কের বিভিন্ন এলাকার বেহাল রাস্তাঘাট অতিসত্বর মেরামতি করা ইত্যাদি।এদিকে এদিনের প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম ধর্মনগর মহকুমা সম্পাদক অভিজিৎ দে,রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় প্রমুখ।

Author

Spread the News