শিলচরে উদ্বোধন ‘নিযুত ময়না’ প্রকল্পের, মুখ্যমন্ত্রীর প্রশংসা দীপায়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : সারা রাজ্যের সঙ্গে শিলচরেও ‘নিযুত ময়না’ প্রকল্পের উদ্বোধন হল। বৃস্পতিবার শিলচর জিসি কলেজে রাজ্য সরকারের ‘নিযুত ময়না’ প্রকল্পের উদ্বোধন করেন শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ দিন  জেলাশাসক রোহনকুমার ঝা, গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে “নিযুত ময়না” প্রকল্পের প্রপত্র বিতরণ করা হয়।

শিলচরে উদ্বোধন 'নিযুত ময়না' প্রকল্পের, মুখ্যমন্ত্রীর প্রশংসা দীপায়নের

বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং বিজেপি সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে সরকার ‘নিযুত ময়না’ প্রকল্প হাতে নিয়েছেন বলে জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ ছাড়া মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক।

শিলচরে উদ্বোধন 'নিযুত ময়না' প্রকল্পের, মুখ্যমন্ত্রীর প্রশংসা দীপায়নের

এ দিন, লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় নেহেরু কলেজে, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম  দুর্গানগর নয়া রাম হায়ার সেকেন্ডারি স্কুলে, বরযাত্রাপুর ওয়েস্ট শিলচর কলেজে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কালাইনের এস আর কলেজে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রকল্পটির উদ্বোধন করেন। মোট কাছাড় জেলার মোট ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনপত্র প্রদান করা হয়।

Author

Spread the News