বাইক দুর্ঘটনায় আহত পাথারকান্দির যুবকের মৃত্যু
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল। শনিবার সকালে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাথারকান্দি হরিবাসরের যুবক অনুপ দাসগুপ্ত ওরফে বাবু মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, সুখেন্দু দাসগুপ্তের ছেলে সাতাশ বছরের অনুপ বুধবার রাতে বিশেষ কাজে বাইকে চেপে পাথারকান্দি থেকে বাড়ি ফেরার পথে দেওলাখাল এলাকার অসম-ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার শিকরা হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাজারিছড়ার মাকুন্দা ও শেষে শিলচর মেডিক্যালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষে হয়নি। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাবার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।