আন্দেলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আইনজীবীদের কাছে সমন্বয় মঞ্চ

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : বর্ধিত পুরকর প্রত্যাহার সহ শহরের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে চলা আন্দেলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আইনজীবীদের কাছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মকর্তারা। শুক্রবার এই আহ্বান জানিয়ে মঞ্চের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর বার লাইব্রেরিতে পৌঁছেন। তাঁরা আইনজীবীদের হাতে লিফলেট তুলে দেন।   শিলচর পুরসভা কর্তৃপক্ষ অসঙ্গতি, অনিয়ম এবং বেআইনি পদ্ধতিগুলি সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে তা তুলে ধরেন। 

আন্দেলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আইনজীবীদের কাছে সমন্বয় মঞ্চ

তাছাড়া প্রতিনিধি দলটি জেলা বার অ্যাসোসিয়েশনের সচিব নীলাদ্রি রায়ের সঙ্গেও দেখা করে বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে তাদের সহযোগিতাও চাওয়া হয়। প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্চের সম্পাদক সঞ্জীব রায়, কোষাধ্যক্ষ মলয় দত্ত, আলি রাজা ওসমানি, রাজীব নাথ প্রমুখ।

আন্দেলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আইনজীবীদের কাছে সমন্বয় মঞ্চ

মঞ্চের মাসব্যাপী প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসেবে ১০ আগস্ট শনিবার সন্ধ্যা ৬-৩০টা পর্যন্ত ইটখোলা তেমাথায় প্রতিবাদ ও বিক্ষোভ করা হবে। সভাপতি ধ্রুবকুমার সাহা সমগ্র বৃহত্তর মালুগ্রাম এলাকার নাগরিকদের বিক্ষোভে যোগ দিতে এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন।

Author

Spread the News