মায়ানমারের সীমান্তের নিয়ন্ত্রণ, রক্তাক্ত যুদ্ধ শেষে আরাকান আর্মির বিজয়

১৩ ডিসেম্বর : মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সামরিক বাহিনীর মধ্যে চলমান গৃহযুদ্ধ এক ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায়ে পৌঁছেছে। কয়েক মাসের অবরোধ ও যুদ্ধ শেষে, মায়ানমার সামরিক বাহিনীর সীমান্ত রক্ষী পুলিশ ব্যারাক (BGP5) দখল করে আরাকান আর্মি। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ২৭০ কিমি দীর্ঘ সীমান্ত পুরোপুরি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। আরাকান আর্মি, যাদের লক্ষ্য রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, ধাপে ধাপে মায়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে থাকে। ২০২৩ সালের জুন থেকে তারা BGP5 ব্যারাক ঘেরাও করে, যা মায়ানমারের সেনাবাহিনীর উত্তর রাখাইন রাজ্যে শেষ শক্ত ঘাঁটি ছিল। এই ব্যারাক ২০১৭ সালে রোহিঙ্গাদের গ্রাম মিও থু গি ধ্বংস করার পর সেখানে নির্মিত হয়েছিল।

অবরোধ চলাকালে, আরাকান আর্মি তাদের শক্তিশালী অস্ত্রশস্ত্র ব্যবহার করে ব্যারাকে হামলা চালায়। সামরিক বাহিনী সেখানকার ডিফেন্সকে শক্তিশালী করার জন্য খুঁটি বসানো খাল, বাংকার, এবং ১,০০০ এর বেশি মাইন পেতে রেখেছিল। তবুও, আরাকান আর্মি ধীরে ধীরে নিজেদের খাল খুঁড়ে এগিয়ে যায়। কয়েক মাসের যুদ্ধের পরে, ব্যারাকের সৈন্যরা গোলাবারুদ ও চিকিৎসা সামগ্রীর অভাবে মনোবল হারিয়ে আত্মসমর্পণ করে।
খবর : দৈনিক ইনক্লাব ডিজিটাল।

মায়ানমারের সীমান্তের নিয়ন্ত্রণ, রক্তাক্ত যুদ্ধ শেষে আরাকান আর্মির বিজয়

Author

Spread the News