সাড়া না পেয়ে মাসব্যাপী আন্দোলনে নাগরিক সমন্বয় মঞ্চ

বরাক তরঙ্গ, ১ আগস্ট : শিলচরের বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে গত ২৯ জুলাই সোমবার শিলচর পুরসভার সামনে অনুষ্ঠিত বিশাল গণধরনায় পুর প্রশাসক উপস্থিত হয়ে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর এর নেতৃবৃন্দের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও পুর প্রশাসকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এতে গভীর ক্ষোভ ব্যক্ত করে মঞ্চের পক্ষ থেকে পুনরায় শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।

শিলচরের সিটিভিওএ কমপ্লেক্সের সভাগৃহে সংগঠনের কার্যকরী সভাপতি আইনজীবী ধ্রুব সাহার সভাপতিত্বে পরিচালিত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী একমাস শহরের প্রতিটি ওয়ার্ডের জনগণকে নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদী কার্যসূচি পালন করা হবে। এতেও যদি পুর প্রশাসক জনগণের দাবি মেনে না নেন তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে। কার্যকরী কমিটির সভায় কিশোর ভট্টাচার্য বলেন, বেআইনিভাবে করের বোঝা চাপিয়ে দেওয়া যে জনগণ মেনে নেবেন না তা গত সোমবারের ধরনা থেকে স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন, পুর আইনে একমাত্র নির্বাচিত পুরবোর্ডকে কর বৃদ্ধির ক্ষমতা দিয়েছে। কোন সরকারি আধিকারিকের পুর কর বৃদ্ধির ক্ষমতা নেই। প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকায়স্থ বলেন, পুরসভা একটি স্বশাসিত সংস্থা, সরকারি আধিকারিকের কর চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই।

সাড়া না পেয়ে মাসব্যাপী আন্দোলনে নাগরিক সমন্বয় মঞ্চ

তিনি এও বলেন, অতীতে পুরসভায় কর বৃদ্ধির প্রস্তাব উত্থাপিত হলে তা নির্বাচিত প্রতিনিধিরা পুর আইন অনুযায়ী পর্যালোচনা করে প্রত্যাখ্যান বা হ্রাস করতে পারতেন। অথচ বর্তমানে পুরসভা নির্বাচন আটকে রেখে সরকারি আধিকারিক দিয়ে ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে। মহিতোষ পাল, সঞ্জীব রায়, আইনজীবী অজয় রায়, সীমান্ত ভট্টাচার্য, অরিন্দম দেব প্রমূখ শক্তিশালী আন্দোলন গড়ে তোলার সপক্ষে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নন্দদুলাল সাহা, আইনজীবী আলি রাজা ওসমানি, প্রণব দত্ত, আইনজীবী ভাস্কর ভট্টাচার্য, পান্না পাল, হিল্লোল ভট্টাচার্য, রঞ্জিত চৌধুরী, প্রদীপ চক্রবর্তী প্রমুখ গণধর্ণায় সামিল হওয়া সংস্থাগুলো ও ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে পুর নাগরিকদের প্রতি পুনরায় আহ্বান জানান যে যতদিন পুরসভা বর্দ্ধিত ট্যাক্স প্রত্যাহার করবে না ততদিন পর্যন্ত কেউ ট্যাক্স দেবেন না।

পাশাপাশি তারা শহরের বিভিন্ন এলাকায় আগামীতে যে আন্দোলন কার্যসূচি গ্রহণ করা হবে সেগুলোতে বেশি সংখ্যায় যোগ দিতেও নাগরিকদের আহ্বান জানান।
সভা শেষে সংগঠনের কার্যকরী সভাপতি ধ্রুব সাহা বলেন, এই আন্দোলন ততদিন চলবে যতদিন পুরসভা বেআইনিভাবে বর্দ্ধিত ট্যাক্স প্রত্যাহার করে নেবে না। তিনি এও বলেন যে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর কোন চাপের মুখে নতি শিকার করবে না। জনগণের ন্যায় সঙ্গত দাবি আদায় করাই সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

Author

Spread the News