চিরি-মধুরায় জলে ডুবে গেল দু’টি লরি, প্রাণ রক্ষা চালকদের

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩০ মে : দু’দিনের ভারি বৃষ্টিপাতে নদীর জলস্ফীতি বাড়তে শুরু করেছে। অন্যান্য নদীর সঙ্গে মধুরা ও চিরি নদীতেও জলস্তর বাড়ে। দু’টি নদীতে থাকা টিপার জলবন্দী হয়ে পড়ে। মধুরা নদীতে জলের তোড়ে টিপার পাল্টি খেয়ে পরে। চিরি নদীর উজানে পাথর কোয়ারিতে টিপার ডুবে যায়।

চিরি-মধুরায় জলে ডুবে গেল দু'টি লরি, প্রাণ রক্ষা চালকদের

বৃহস্পতিবার রাতে রূপ বদলায় চিরি। শুক্রবার সকাল হতেই হঠাৎ নেমে আসে প্রবল স্রোতে বন‍্যা। বন‍্যার পদধ্বনি লক্ষ্য করে পাথরবাহী টিপার নিয়ে পালাতে শুরু করেন চালকরা। কিন্তু একটি টিপার নিয়ে পালাতে ব‍্যর্থ হন চালক। বন‍্যার স্রোতে ভেসে যায় টিপার। ঘটনাটি  চিরি রিভার কোয়ারির আয়নাছড়ার উপরে ১৫ নম্বর স্থানে। সেখান থেকে একটি টিপার এসে আটকা পড়ে ১০ নম্বর নামক স্থানে। ভাগ‍্যক্রমে চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা যায়।

চিরি-মধুরায় জলে ডুবে গেল দু'টি লরি, প্রাণ রক্ষা চালকদের

এ দিকে, জল বেড়ে যাওয়ায় মধুরা নদীতে তলিয়ে যায় একটি টিপার। অল্পের জন্য রক্ষা পান চালক, সহচালক ও পাথর সংগ্রহকারী  শ্রমিকরা। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ উধারবন্দ বিধানসভা কেন্দ্রের মধুরা এলাকার সুখাছড়ায়। নদীর জল বাড়তে দেখে নদীতে গাড়ি রেখে দৌঁড়ে নদীর তীরে উঠে আসেন গাড়ি চালক, সহচালক ও শ্রমিকরা। দেখতে দেখতেই নদীতে উল্টে যায় টিপারটি। পরে নদীর জল ক্রমাগত  বাড়তে থাকায় গাড়িটি নদীর জলে ভেসে যায় বলে জানা গেছে।

Author

Spread the News