যথাযোগ্য মর্যাদায় হাফলঙে পালন ”রাষ্ট্রীয় একতা দিবস“

যথাযোগ্য মর্যাদায় হাফলঙে পালন ”রাষ্ট্রীয় একতা দিবস“

পিএনসি, হাফলং।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : জাতীয় সংহতি তথা জাতীয় একতা দিবস উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হল শৈলশহর হাফলঙে। এ উপলক্ষে ডিমাহাসাও পুলিশ ও ৫ম অসম পুলিশের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার হাফলং লালফিল্ড থেকে এক মার্চ পাস্ট বের করা হয়। এতে অংশ নেয় পুলিশ, ৫ম অসম পুলিশ, হোমগার্ড, এনসিসিও স্কাউট গাইডের কর্মকর্তারা। স্বশাসিত পরিষদ পার্কিং ময়দানে পৌঁছার পর মার্চপাস্টের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, দেশের একতা নির্মাতা সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকি উপলক্ষ্যেই এ জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শক্তিমনএী নন্দিতা গড়লসা,জেলাশাসক সীমান্ত কুমার দাস,পুলিশ সুপার মায়াং কুমার ও বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা।

যথাযোগ্য মর্যাদায় হাফলঙে পালন ”রাষ্ট্রীয় একতা দিবস“
যথাযোগ্য মর্যাদায় হাফলঙে পালন ”রাষ্ট্রীয় একতা দিবস“

Author

Spread the News