শ্রীভূমিতে লায়ন্স ক্লাবের উদ্যোগে ক্যান্সার সচেতনতা শিবির

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : ক্যান্সার মানে মৃত্যু নয়, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি”—এই বার্তা ছড়িয়ে দিতে লায়ন্স ক্লাবের উদ্যোগে শ্রীভূমির এনএনটিসি স্কুলে অনুষ্ঠিত হলো ক্যান্সার সচেতনতা শিবির।

শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী। তিনি ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে একত্রে শপথ করান—আজ থেকে পান, গুটকা বা যে কোনও নেশাজাতীয় দ্রব্য থেকে মুক্ত থাকার এবং পরিবার ও সমাজকে নেশামুক্ত রাখতে সচেষ্ট থাকার।

কাছাড় ক্যান্সার হাসপাতালের সেবার কথা উল্লেখ করে কল্যাণবাবু জানান, মাত্র ৬০০ টাকার একবারের রেজিস্ট্রেশনে আজীবন চিকিৎসা পাওয়া যাবে। এছাড়া, হাসপাতাল থেকে রক্তের প্রয়োজন মেটানো সম্ভব, তবে এর জন্য বিনিময় প্রথা অনুসরণ করতে হবে।

শ্রীভূমিতে লায়ন্স ক্লাবের উদ্যোগে ক্যান্সার সচেতনতা শিবির

লায়ন্স ক্লাবের সভানেত্রী সঞ্চিয়াতা দে-র পৌরহিত্যে অনুষ্ঠিত শিবিরে কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডাঃ জয়ীতা দেব ক্যান্সারের কারণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে তিনি স্তন ক্যান্সার সম্পর্কে মহিলাদের সচেতন করেন এবং সকলকে নেশামুক্ত থাকার আহ্বান জানান।

শ্রীভূমিতে লায়ন্স ক্লাবের উদ্যোগে ক্যান্সার সচেতনতা শিবির

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ অভিষেক, লায়ন্স ক্লাবের সম্পাদক নরেন্দ্র বনিক, বিশিষ্ট সমাজসেবী জগদীশ চন্দ্র বনিক, সন্তোষ কুমার জৈন, বিজয় কুমার পুগালিয়া, বিশ্বনাথ দেব, রঞ্জন চৌধুরী এবং জনসংযোগ আধিকারিক শিখা দে।

এই উদ্যোগের মাধ্যমে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।

Author

Spread the News