দু’টি পৃথক অভিযানে সাত কোটি টাকার মাদক উদ্ধার কাছাড় পুলিশের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : মাদকদ্রব্য পরিবহনের বিরুদ্ধে দু’টি পৃথক বিশেষ অভিযানে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডে এবং সোনাই রামনগরে দু’টি পৃথক বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে এবং ৪৪টি সাবান কেসে প্রায় ৫৭২ গ্রাম ওজনের হেরোইন ও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নতুন রামনগর প্রথম খণ্ডের যুবক আখতার হোসেন বড়ভূইয়াকে (২০) গ্রেফতার করে পুলিশ। কালোবাজারে মাদকদ্রব্যের দাম প্রায় ৭ কোটি টাকা। এ ঘটনায় অবৈধ পরিবহনে ব্যবহৃত AS 11U 7249 নম্বরের একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। মিজোরামের ভাইরেংতে থেকে মাদকদ্রব্যের চালান করা হয়। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

