বিস্ফোরণে নিহত বব্বর খালসা জঙ্গি
২৭ মে : বোমা বিস্ফোরণে নিহত হল পঞ্জাবের অমৃতসরের এক বব্বর খালসা জঙ্গি। জানা গিয়েছে সেখানকার একটি খালি বাড়ির মধ্যে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ওই জঙ্গীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। ওই জঙ্গিই বিস্ফোরকটি নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে। আর এই ঘটনাতে স্পষ্ট উঠে এসেছে আইএসআই যোগ।
ভারতের সঙ্গে ছায়া যুদ্ধ চালাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানের আইএসআই। তারাই সক্রিয় করেছে বব্বর খালসা জঙ্গি গোষ্ঠীকে।
