সীমান্তবর্তী বন্যাকবলিত অঞ্চলে স্বাস্থ্য শিবির ব্রেকথ্রুর
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের পক্ষ থেকে শনিবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বন্যাকবলিত অঞ্চল লেভারপুতা গ্রাম পঞ্চায়েতের চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডে এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। কাটিগড়া মডেল হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা গ্রামের ১৮০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কাটিগড়া মডেল হাসপাতালের ডাঃ চিরনজিৎ চন্দ, রাজা টিলা পিএইচসি’র ডাঃ জন্নত আরা বড়ভূইয়া সহ অন্যান্যরা।
ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার এর পক্ষ থেকে সাবির আহমেদ মাঝারভূইয়া, ইসলামুল হক লস্কর বলেন বন্যাকবলিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত পাঁচটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। আজকের ক্যাম্প স্থানীয় বাসিন্দা ও জেলা স্বাস্থ্য বিভাগ, কাটিগড়া মডেল হাসপাতাল ও রাজা টিলা উপ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সহায়তায় সফল হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন কিষান দাস, প্রেমানন্দ দাস, স্বপন চৌধুরী, তুতন দাস প্রমুখ।