বরাকের ১২ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা রূপম প্রতাপ-প্রিয় মেমোরিয়্যাল ট্রাস্টের
বরাক তরঙ্গ, ১৭ মে : প্রতি বছরের ন্যায় এবছরও রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে রূপম প্রতাপ-প্রিয় মেমোরিয়্যাল ট্রাস্টের পক্ষে বরাক উপত্যকার ১২ জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর বালক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্তরায়, সভাপতি ড.মবিভাস দেব, সম্পাদক নিখিল পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী, ভারত কন্ঠ দেবজাৎ সাহা, জয় বরদিয়া, মনোজ পাল, রাজ কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নীলাঞ্জন পাল। সঙ্গীত পরিবেশন করেন ভারতকন্ঠ দেবজিৎ সাহা।
