বাঙালি হেনস্থা : বুধবার বরাকের তিন শহরে বরাকবঙ্গের প্রতিবাদী অবস্থান

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : বাংলায় কথা বললেই বাংলাদেশি এই রব তুলে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাঙালির পীঠে বিদেশী তকমা লাগিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক নিপীড়ন, উৎখাত ও সীমান্তে ঠেলে দেওয়া এবং বাংলা ভাষা ও জাতিসত্তা নিয়ে অমিত মালব্যের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ররাক উপত্যকা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন  বুধবার উপত্যকার তিন প্রধান শহর শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দিতে প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে। এই কর্মসূচিতে সাহিত্য ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্তদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদেরও যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সংগঠন ইতোমধ্যেই জনমত গঠনে নেমেছে। বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত এ তথ্য জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে সম্মেলনের সিদ্ধান্তের কথা জানিয়ে সাধারণ সম্পাদক দত্ত বলেছেন, বাংলায় কথা বললেই দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে হেনস্তা ও শারীরিক নির্যাতনের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। উজান অসমের পরিস্থিতিও ক্রমশই উদ্বেগ জনক হয়ে উঠছে। শুধু ঘরবাড়ি থেকে উৎখাতের হুমকি দেওয়া হচ্ছে তা নয়, অনেক জায়গায় বাংলায় কথা বলার উপরও বাধা দিচ্ছে কিছু উগ্র জাতীয়তাবাদী সংগঠন। এদের নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক স্তরে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অপরদিকে, বাংলা ভাষা ও সিলেটি উপভাষা এবং বাঙালি জাতিসত্তা নিয়ে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য যে আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সরব প্রতিবাদ উঠলেও তিনি এখনও তার বক্তব্য থেকে সরে দাঁড়াননি। এই অবস্থায়  প্রতিবাদ জানাতেই বুধবার অবস্থান কর্মসূচির আহ্বান জানানো হয়েছে। শিলচরে  ১৩ আগস্ট বুধবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে অবস্থান কর্মসূচি। শ্রীভূমিতে শম্ভু সাগর পার্কে ও হাইলাকান্দিতে ভাষা শহিদ স্মারক প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!