জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট শিরিষপুর চা-বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের ৫০০ মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারার অধীনে ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করেছেন।
জেলা ম্যাজিস্ট্রেট শনিবার জারি করা এক আদেশে জানিয়েছেন, হাইলাকান্দি পুলিশের গুলি চালনা মহড়ার জন্য ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত শিরিষপুর চা-বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ফলে ওই নির্ধারিত সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না।


