স্কুল পড়ুয়াদের নিয়ে জাতীয় সংহতি সফরে আসাম রাইফেলস

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : মণিপুরের জিরিবাম জেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুল পড়ুয়াদের নিয়ে জাতীয় সংহতি সফরে রওয়ানা দিল আসাম রাইফেলস। সোমবার শ্রীকোণা হেড কোয়ার্টার থেকে যাত্রার সূচনা করা হয়। আগরতলা, শিলং, গুয়াহাটি এবং তেজপুরের বিভিন্ন ঐতিহাসিক স্থান সহ সাংস্কৃতিক ও শিক্ষাগত গুরুত্বের বিভিন্ন স্থান পরিদর্শন করবে।

৯ দিনের এই সফর ১১ সেপ্টেম্বর শেষ হবে। অষ্টম থেকে দশম শ্রেণির মোট ৩৫ জন ছাত্রছাত্রী বিভিন্ন সম্প্রদায়ের এবং তাদের শিক্ষকদের সঙ্গে এই সফরে অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, প্রত্যন্ত অঞ্চলের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন স্থান পরিদর্শন এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন এবং জাতীয় সংহতিকে উৎসাহিত করার সুযোগ দিয়ে তাদের দিগন্তকে প্রসারিত করা এই সফরের লক্ষ্য। এই পরিদর্শনটি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের স্কুল শেষ করার পরে আরও ভাল ক্যারিয়ার পছন্দ করতে সক্ষম করবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আরও ভাল শিক্ষার সুযোগ দেওয়ার জন্য ‘সদভাবনা’ অভিযানের অংশ হিসাবে এই ইন্টিগ্রেশন ট্যুর।

স্কুল পড়ুয়াদের নিয়ে জাতীয় সংহতি সফরে আসাম রাইফেলস
স্কুল পড়ুয়াদের নিয়ে জাতীয় সংহতি সফরে আসাম রাইফেলস

Author

Spread the News