সোনাইয়ে জয়ী আরজানপুর
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে জয়ী হল আরজানপুর। তারা ৫-০ গোলে হারায় লক্ষ্মীনারায়ণ ক্লাব রামনগরকে। খেলার শুরুতেই গোল করে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় আবিদুর রহমান। এরপর যথাক্রমে গোল করেন ১৩ নিমি তজমুল হুসেন, ২০ মিনিটে সাহাজুল, ৩০ মিনিটে কবীর ও শহিদ ৫২ মিনিটে।
মঙ্গলবার খেলা পরিচালনা করেন ইজাজ আহমেদ, রুবেল মজুমদার, সেলিম উদ্দিন ও জলিল আহমেদ। আগামীকাল মুখোমুখি হবে পূরবাঞ্চল এফসি ও মণিয়ারখাল এফসি।