কারি ইয়াকুব আলির স্বাস্থ্যের খোঁজ নিলেন আমিরে শরিয়ত
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : কয়েকদিন ধরে কৈলাশহর টিলাবাজার জামে মসজিদের দীর্ঘ ৪৩ বছরের ইমাম তথা টিলাবাজার আঞ্চলিক নদওয়ার সভাপতি আলহাজ শেখ কারি ইয়াকুব আলি অসুস্থ রয়েছেন। এই খবর ইমাম আলির বাড়িতে গিয়ে খোঁজ নিলেন উত্তরপূর্ব ভারতের আমিরের শরিয়ত মওলানা ইউসুফ আলি। সঙ্গে ছিলেন দ্বারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার শিক্ষক তথা হাইলাকান্দি জেলা জমিয়তের সভাপতি মওলানা হাফিজ আলিম উদ্দিন। ইমামের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ে আলোচনা করেন। আমিরে শরিয়ত ইমাম সুস্থ হয়ে উঠার জন্য মহান স্রষ্টার কাছে দোয়া করেন।