আলু : মমতাকে চিটি নবীনের

২৭ জুলাই : ২৪ বছর পর ওডিশা থেকে ক্ষমতাচ্যুত হলেও রাজনীতিতে যথেষ্ট সক্রিয় নবীন পট্টনায়ক। গেরুয়া ঝড়ে দল ক্ষমতা হারালেও পুনরায় জনগণের আস্থা ফিরে পেতে তৎপর হলেন বিজেডি নেতা। আলু সংকট নিয়ে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বাংলা-ওডিশা সীমানায় ৫০টিরও বেশি আলুবোঝাই ট্রাক আটকে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করলেন বিরোধী দলনেতা। এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে চিঠিতে আর্জি জানিয়েছেন তিনি।
রাজ্যে আলুর সরবরাহ ঠিক করতে শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন নবীন। চিঠিতে তিনি জানিয়েছেন, বৃষ্টির জন্য ওডিশার বাজারে আলুর সরবরাহ অত্যন্ত কমে গিয়েছে। এর ফলে কৃত্রিমভাবে আলুর দাম ব্যাপক বেড়ে যাওয়ায় রাজ্যের মানুষের অবস্থা শোচনীয়। সংবাদমাধ্যম সূত্রে তিনি জানতে পারেন, পশ্চিমবঙ্গ-ওডিশাতে আলু বোঝাই বহু ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবিষয়ে মমতার হস্তক্ষেপ চেয়ে চিঠিতে আর্জি জানান তিনি।