ভারী বৃষ্টি : গুয়াহাটির সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : ভারী বৃষ্টির দরুন মহানগর জেলা প্রশাসন মঙ্গলবার গুয়াহাটির সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
সোমবার বিকেলে গুয়াহাটির বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণে কৃত্রিম বন্যা দেখা দেয়। এতে জায়গায় জায়গায় আটকা পড়েছেন স্কুল কলেজের পড়ুয়া সহ বহু মানুষ।
নগরীর বন্যায় সর্বস্তরের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। শহরের জেলা প্রশাসন মঙ্গলবার গুয়াহাটির সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
আজ কোনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না। কোচিং সেন্টারগুলোও বন্ধের নির্দেশ দিয়েছেন তারা।