দেশ রক্ষা করতে সকলকে সংগঠিত হতে হবে : সর্বভারতীয় সংযোজক

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : দেশ রক্ষা করতে সকলকে সংগঠিত হতে হবে। হিন্দু সমাজকে জানতে হবে। ভারত ভূমিকে সুসংগঠিত করতে হচ্ছে, ভারতবর্ষকে স্বাভিমান জাগাতে হবে। যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের কথা জানতে হবে, তাদের কথা স্মরণ করে দেশকে রক্ষা করতে একত্রিত হতে হবে। মাস্টারদা সূর্য সেনের সোনালী স্বপ্নকে সার্থক করতে, স্বামিজী, অরবিন্দের অখন্ড ভারতের স্বপ্ন সার্থক করতে হবে। শনিবার মাধবধামে বজরং দলের শৌর্য প্রশিক্ষণ বর্গের সমারোপ অনুষ্ঠানের প্রধান অতিথি তথা মুখ্যবক্তা বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন বজরং দলের সর্বভারতীয় সংযোজক নীরজ কানেরিয়া।

৭ দিবসীয় বজরং দলের প্রান্ত শৌর্য প্রশিক্ষণ বর্গের সমারোপ মাধবধামে____

উল্লেখ্য, বজরং দলের কাজকে সমাজের সর্বস্তরের যুব সমাজের মধ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন ত্যাগব্রতী আদর্শ নিষ্ঠ কার্য্যকর্তার। যার দ্বারা দিকভ্রান্ত যুব সমাজকে সংগঠিত করে ভারত মাতাকে পরম বৈভবশালী করা। এই উদ্যেশ্যকে সফল করার জন্য গত ৬ জুলাই থেকে শ্রীগৌরী স্থিত মাধবধামে বজরং দলের ৭ দিবসীয় প্রান্ত শৌর্য প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়। এই বর্গের সমারোপ অনুষ্ঠান শনিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নীরজ কানেরিয়া। তিনি বজরং দলের ইতিহাস তুলে ধরে রাম জন্মভূমির ইতিবৃত্ত তুলে ধরেন তাঁর বক্তব্যে। তাছাড়াও নানা মুনি, ঋষি এবং দেশ ও হিন্দুত্বের জন্য প্রাণ বিসর্জন দেওয়া বিখ্যাত লোকেদের কথাও উল্লেখ করেন তিনি। এর আগে প্রথমে শারীরিক কার্যক্রম যথাক্রমে ব্যায়াম, ক্যারাটে ইত্যাদি প্রদর্শন করেন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা। গত ৬ জুলাই থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ বর্গে বজরং দলের শিলচর বিভাগ থেকে ৪৮ জন, কর্মকুঞ্জ বিভাগ থেকে ৩৪ জন, এবং ডিমা হাসাও থেকে ২জন নিয়ে সর্বমোট ৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

দেশ রক্ষা করতে সকলকে সংগঠিত হতে হবে : সর্বভারতীয় সংযোজক

পরে বৌদ্ধিক হলে প্রভু শ্রীরাম, হনুমানজী ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে সমারোপ অনুষ্ঠানের সূচনা করেন নীরজ কানেরিয়া। এসময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্ত সহ সভাপতি বিজিত কুমার দেব, সংগঠন মন্ত্রী দিলীপ দেব, বজরং দল ক্ষেত্র সংযোজক বিশ্বদীপ ভট্টাচার্য ওরফে বিষ্ণু, বজরং দল শিলচর বিভাগ সংগঠন মন্ত্রী অমলেন্দু দাস প্রমুখ।

প্রথমে প্রতিবেদন পাঠ করেন দিলীপ দেব। এদিনের সমারোপ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি সাধারণ সম্পাদক সমীর দাস, প্রান্তের রথিশ দাস, প্রান্ত প্রচার প্রসার প্রমুখ শমীন্দ্র পাল সহ অন্যান্য অতিথিরা। বজরং দল প্রান্ত সংযোজক প্রীতম দাস ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।

Author

Spread the News