এয়ার ইন্ডিয়া : জনপ্রতিনিধিদের পদক্ষেপ করার আহ্বান ইয়াসির

বরাক তরঙ্গ, ১৪ মে : এয়ার ইন্ডিয়ার
সিদ্ধান্ত মতে ১ জুন থেকে শিলচর থেকে ও শিলচরের উদ্দেশ্যে সমস্ত উড়ান বন্ধ করার কথা বলা হয়েছে, সেই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ব্র্যান্ডটি ১৯৫৫ সাল থেকে বরাক উপত্যকার প্রায় ৪০ লক্ষ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে এসেছে, তাই কোনও বিকল্প ব্র্যান্ড বা মাধ্যম চালু না করে এই পরিষেবা প্রত্যাহার করা যাবে না বলে ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি। ইয়াসি এই রকম হুট করে নেওয়া সিদ্ধান্ত কোনও ভাবেই মানবে না। এয়ার ইন্ডিয়ার মাধ্যমে, পুরো বরাক উপত্যকায় লোক সহজে ভারতের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত আছে। বিশেষত রোগীদের, ব্যবসায়ীদের এবং চাকরি আবেদনকারী প্রার্থীদের জন্য যারা গুয়াহাটি ও দেশের অন্যান্য স্থানে ইন্টারভিউ দিতে যান,  এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, সাধারণ সম্পাদক (অ্যাডমিন) আহাদ লস্কর এবং সাধারণ সম্পাদক (সংগঠন) প্রণয় নাগ ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, অসমের মুখ্যমন্ত্রী, বরাক উপত্যকার দুইজন মন্ত্রী, তিনজন সংসদ সদস্য, বরাক উপত্যকার সমস্ত বিধায়ক, সমস্ত রাজনৈতিক দল, সক্রিয় সংগঠন ও বরাক উপত্যকার সম্মানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় যেন শিলচর থেকে ও শিলচরের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার পরিষেবা চালু রাখা যায়।

এয়ার ইন্ডিয়া : জনপ্রতিনিধিদের পদক্ষেপ করার আহ্বান ইয়াসির

Author

Spread the News